বিশ্বব্যাপী চলছে মহামারি করোনাকাল। কিন্তু প্রকৃতি চলে তার নিজস্ব নিয়মে। ঋতুর পালাবদলের পরিক্রমায় প্রকৃতিতে শুরু হলো বর্ষাকাল। কবির ভাষায়- ‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে/ আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে।
আষাঢ় চলছে, অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। এটিই বর্ষার ভরা যৌবন, আর এই বৃষ্টি'ই ফসলের ভরসা, বর্ষা মানে বাংলার চিরায়ত সজল রূপের পুনরাভিষেক, বর্ষা মানে গ্রাম-বাংলার স্বস্তির অবসর।
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে বর্ষার চরিত্রেও পরিবর্তন এসেছে। এখনকার বর্ষায় বৃষ্টি-বাদলের তেমন জোর নেই। আর নিয়ম মেনেও বর্ষা আসে না। আষাঢ় এলো। কিন্তু বৃষ্টি আসবে এমন কথা হলপ করে বলা যায় না। ছেলেবেলায় দেখা তেমন ঘনিয়ে বর্ষাও এখন হয় না। বর্ষার তেমন সমারোহ নেই যেন, বর্ষা এখন সামান্য জল ছিটিয়ে চলে যায়।
বর্ষাকালে নানান ধরনের ফুল ফুটেলেও এখন কম, এ ছাড়া শহর ও গ্রামে কেয়া, কদম তেমন একটা চোখে পড়ে না। কিন্তু কামনাকরি আগের মত বর্ষা ফিরে আসুক, বর্ষার পানি আমাদের জন্য সৃষ্টিকর্তার আশীর্বাদ হোক।
No comments:
Post a Comment