Tuesday, June 2, 2020

এই এক অন্যরকম ঈদ | সম্পাদকীয় | ঈদ সংখ্যা ২০

করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। ঘাতক এই ভাইরাসের কবলে পড়ে মানব সভ্যতা বিপন্নপ্রায়। কিন্তু জীবনতো আর থেমে থাকেনা। জীবন-জীবিকার এই ঘূর্ণনের মধ্যেই ফিরে এসেছে মুসলিমদের প্রধানতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই এক অন্য রকম ঈদ পালন করলো সারা বিশ্বের মুসলমানরা। যা হয়তো কখনো আমরা কল্পনাও করিনি। সাথে ঘূর্ণিঝড় আম্ফান আরো একদফা দাপট দেখিয়ে গেছে আমাদেরকে । 

ঘূর্ণিঝড়ের রেশ কেটে যাওয়ার পর কয়েকদিন ধরেই রৌদ্রকরোজ্জল দিন চলছে। তাই খটখটে রোদের মধ্যেই শুরু হয়েছিল ঈদের সকাল। করোনাময় এ ঈদে বাসাতেই ঈদের নামাজ আদায় করল অনেক মানুষ, যা আসলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।    

হে করুণাময়, তোমার কাছে শুধু এটাই চাওয়া  করোনা থেকে আমাদের করুণা করো, অন্তত সামনে বেঁচে থাকলে যেন এই করুণ পরিস্থিতি থেকে নিস্তার পাই। সামনের ঈদটা প্রিয় মানুষগুলোর সঙ্গে যেন করতে পারি। হে রহমান, রহিম, এই মিনতিটুকু কি খুব বেশি চাওয়া হবে, নিশ্চয়ই নয়।  তোমার অপার রহমে পৃথিবী আবার সুস্থ হবে সেই প্রত্যাশায় আছি।

1 comment:

  1. শুভেচ্ছা ও শুভ কামনা অপার,,,

    ReplyDelete